Euler's Identity

আমি উপরের দিকে তাকালাম। নীল-সাদা রঙের কি বিস্তৃত একটা আকাশ।….. আকাশ? হ্যা, ওরা এটাকে আকাশ বলে।অথচ আমার গ্রহে এতো বিশাল আকারের কিছুই নেই! হঠাৎ হাতের ওপর কোত্থেকে এক ফোটা জল পড়ল ।না, এক ফোটা নয়…হাজার ফোটা জল পড়তে থাকলো। এটাকে বলে বৃষ্টি। এই গ্রহে না এলে হয়তো বৃষ্টির মতো এতো মনোরম শোভার স্পর্শ পেতাম না।

এই নতুন গ্রহটাকে আবিষ্কার করেছি কয়েকদিন হলো। এই বিশাল গ্রহটায় এত্তো সৌন্দর্য লুকিয়ে আছে কে জানত? আমার গ্রহে এর বিন্দুমাত্র সৌন্দর্য নেই। আমার গ্রহ! হ্যা, আমার ছোট্ট একটা গ্রহ। আমার গ্রহে আছে একটা ছাদ, ঘুমানোর জন্য একটা বেড, আর আমার একমাত্র ফ্রেন্ড আমার কম্পিউটার।

আমার গ্রহ থেকে জানালা খুলে কখনোই বাহিরের দিকে তাকাই নি। বাহিরের গ্রহটা যে অয়লারের সমীকরণের চেয়েও লক্ষ গুণ সুন্দর হবে তা কখনোই ভাবিনি!!