Artcell

জীবনের পথ চলার এই ধূসর সময়ে তোমাকে হারিয়ে আজ আমি দুঃখ বিলাস করি এই অনিকেত প্রান্তরে।

ছেড়া আকাশের ঘূণে খাওয়া রোদের বিপরীতে আমার অবশ অনুভূতির দেয়াল জুড়ে তোমার যে ছায়ার নিনাদ, তা যেনো অদেখা স্বর্গের অপ্সরিদের স্মৃতিস্মারক।

হয়তোবা এই পাথর বাগানে এটা আমার ভুল জন্ম, হয়তো অন্য সময়ে কোনো এক বৃষ্টি ভেজা রাতে শহীদ স্মরণির পাশে রূপক হয়ে আসবে তুমি অবশেষে।

সংশয় হয় কখন রাহুর গ্রাস আমাকে প্রেমৈতিহাসের আশির্বাদ থেকে বঞ্চিত করে, তবু উৎসবের উৎসাহে মুখোশ পরে আমার এই গন্তব্যহীন পথচলা।

Basically tried to compile the titles of a few songs by Artcell in a meaningful way. It took me around 1h or so. The list is given below.

  1. পথ চলা
  2. ধূসর সময়
  3. তোমাকে
  4. দুঃখ বিলাস
  5. অনিকেত প্রান্তর
  6. ছেড়া আকাশ
  7. ঘূণে খাওয়া রোদ
  8. অবশ অনুভূতির দেয়াল
  9. ছায়ার নিনাদ
  10. অদেখা স্বর্গ
  11. অপ্সরি
  12. স্মৃতিস্মারক
  13. পাথর বাগান
  14. ভুল জন্ম
  15. অন্য সময়
  16. এই বৃষ্টি ভেজা রাতে
  17. শহীদ স্মরণি
  18. রূপক
  19. সংশয়
  20. রাহুর গ্রাস
  21. ইতিহাস
  22. আশির্বাদ
  23. উৎসবের উৎসাহে
  24. মুখোশ
  25. গন্তব্যহীন

Try to reread the post now.